tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১১ মে ২০২৩, ১৬:৫৩ পিএম

ঘূর্ণিঝড় পরিস্থিতি দেখে এসএসসির বিষয়ে সিদ্ধান্ত


7

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বা পেছানোর কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার।


বৃহস্পতিবার (১১ মে) তিনি এ তথ্য জানান।

তপন কুমার সরকার বলেন, অনেক অভিভাবক-শিক্ষার্থীরা জানতে চাইছেন ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি পরীক্ষা স্থগিত করা হবে কি না। আসলে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা কি শুধু উপকূলীয় অঞ্চলে স্থগিত হবে নাকি সারাদেশে স্থগিত হবে এমন প্রশ্নে বোর্ড চেয়ারম্যান বলেন, এটাও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, পাবলিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন সময়ে নানান দুযোর্গে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন সময়সূচিতে স্থগিত পরীক্ষা নেওয়া হয়।

এবি