tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫১ পিএম

এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ৪


17

এবার ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ভূমিকম্প। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পাপুয়া প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ জন মৃত্যুর খবর পাওয়া গেছে।


ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়।

ডেইলি মেইল জানায়, পাপুয়া প্রদেশে এ ভূমিকম্প আঘাতে একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। তখন রেস্তোরাঁটির ভেতরে আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এছাড়া ভূমিকম্পের আঘাতে জয়পুরার একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও কয়েকজন আহত হয়েছেন।

প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ারের’ কাছে অবস্থিত। বিস্তৃত এ অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। পুরো বিশ্বের মধ্যে এই অঞ্চলটিতেই আগ্নেয়গিরিতে সবচেয়ে বেশি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

এন