কলকাতা পৌর নির্বাচন, বিজয়ের পথে তৃণমূল
Share on:
গত রোববার ( ১৯ ডিসেম্বর) সংঘর্ষ, কারচুপি ও সন্ত্রাসের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে কলকাতা পৌর করপোরেশনের ১৪৪টি ওয়ার্ডের নির্বাচন।
গত রোববার ( ১৯ ডিসেম্বর) সংঘর্ষ, কারচুপি ও সন্ত্রাসের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে কলকাতা পৌর করপোরেশনের ১৪৪টি ওয়ার্ডের নির্বাচন।
আজ মঙ্গলবার ( ২১ ডিসেম্বর) ঘোষিত হচ্ছে। এতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিততে চলেছে ১৩২টি ওয়ার্ডে। বিজেপি ৫টি ওয়ার্ডে আর বাম দল ও কংগ্রেস যথাক্রমে ২টি ওয়ার্ডে জিতছে। আরও জিতছে ৩ জন নির্দলীয় প্রার্থী।
বুথফেরত সমীক্ষায় রবিবার বলা হয়েছিল, পৌর নির্বাচনে বিপুল ভোটে জিতবে তৃণমূল। দলটি পেতে পারে ৫৮ শতাংশ ভোট।
প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী বাম দল ও কংগ্রেসকে শূন্য করতে পারেনি। সর্বশেষ ২০১৫ সালে নির্বাচনে তৃণমূল ১১৪, বিজেপি ৭, বামফ্রন্ট ১৫, কংগ্রেস ৫টি আসন এবং অন্যরা ৩টি আসনে জিতেছিল।
ভোটের ফল পেয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এক টুইটে পশ্চিম বঙ্গ মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভাপতি মমতা ব্যানার্জি বলেন, পৌর নির্বাচনে বিজয়ী প্রার্থীদের আমি উষ্ণ অভ্যর্থনা জানাই। অধ্যবসায় ও কৃতজ্ঞতার সঙ্গে মানুষের সেবা করার বিষয়টি মনে রাখবেন।
তিনি আরও বলেন, নির্বাচনে ভোট দিয়ে যারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।
এইচএন