tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৬ পিএম

ভাষা আন্দোলন জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন


জামায়াত ঢাকা জেলা দক্ষিণ-২০২২

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন বলেছেন, ‘৫২র ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। আর এই আন্দোলনের মাধ্যমেই আমাদের স্বাধীনতা আন্দোলনের ভীত রচিত হয়েছিল।


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন বলেছেন, ‘৫২র ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। আর এই আন্দোলনের মাধ্যমেই আমাদের স্বাধীনতা আন্দোলনের ভীত রচিত হয়েছিল।

তাই ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সকলকে এ যোগে কাজ করতে হবে। তিনি ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের শাহাদাত কবুলিয়াতের জন্য মহান আল্লাহ তায়ালার দরকারে দোয়া করেন।

তিনি আজ জেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মু. কাহীনুর ইসলাম, সহকারি সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, শিবিরের জেলা সভাপতি সাফিউল ইসলাম মাসুম, জামায়াত নেতা আব্দুর রহীম মজুমদার, মাস্টার আব্দুর রব ও মু. ইলিয়াস প্রমূখ।

তিনি বলেন, ভাষা আল্লাহ তায়ালার দান। আর মাতৃভাষা মানুষের ভাবের আদান-প্রদানের অন্যতম মাধ্যম। ইসলাম সব ভাষাকে সম্মান করতে শিখিয়েছে।

কারণ, সব ভাষাই আল্লাহর দান ও তাঁর কুদরতের নিদর্শন। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের সুরা রুমের ২২ নং আয়াতে বলা হয়েছে, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে।’

কিন্তু অনেক ত্যাগ ও কোরবানীর বিনিময়ে বাংলাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি আদায় করলেও বাংলা ভাষাকে এখনো সর্বজনীন করা সম্ভব হয়নি। তিনি বাংলা ভাষাকে শিক্ষার অদ্বিতীয় মাধ্যম হিসাবে ঘোষণা করতে সরকারের প্রতি আহবান জানান। ( প্রেস বিজ্ঞপ্তি)

এইচএন