tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ৩০ জানুয়ারী ২০২৪, ১৮:২১ পিএম

হার্ট অ্যাটাকের মুহূর্তে বাস থামালেন চালক, প্রাণ বাঁচল ৬০ যাত্রীর


driver-20240130175557

বাস চালাতে চালাতে হঠাৎই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন চালক, মৃত্যুর কোলে ঢলেও পড়েন; কিন্তু অন্তীম যাত্রার আগমুহূর্তে বাস থামিয়ে প্রাণ বাঁচালেন ৬০ জন যাত্রীর।


মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বালাসোর জেলায় ঘটেছে এই ঘটনা।

পুলিশ জানিয়েছে, মৃত ওই চালকের নাম শেখ আখতার। মঙ্গলবার সকালে ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশে পশ্চিমবঙ্গ থেকে রওনা হয়েছিল বাসটি। বালাসোর জেলায় পৌঁছানোর পর হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন আখতার এবং রাস্তার ধারে বাসটি নিয়ে তা থামিয়ে দেন। যাত্রী এবং বাসের অন্যান্য কর্মচারীরা তাৎক্ষণিকভাবে চালকের আসনে গিয়ে দেখেন, অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি।

গাড়ির একজন যাত্রী অমিত দাস ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘হঠাৎ করে বাসটি থামার পর আমরা চালকের আসনের সামনে গিয়ে দেখি তিনি (আখতার) সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে সেখান থেকে স্থানীয় নীলগিরি উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানিয়েছেন, আক্রান্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মারা গিয়েছিলেন তিনি।’

অসাধারণ এই দায়িত্বশীল আচরণের জন্য বাসের যাত্রী, পুলিশ এবং স্থানীয় লোকজন ভূয়সী প্রশংসা করেছেন শেখ আখতারের।

সূত্র : এনডিটিভি

এসএম