tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১১ জুন ২০২২, ১২:৪৩ পিএম

উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!


Mexico-2022

মেক্সিকোতে উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু। দেশটির কিউয়েরনাভাকা শহরের মেয়র জানিয়েছেন, ওজনবহন ক্ষমতার অধিক লোক ওঠার কারণেই এটি ভেঙ্গে পড়েছে।


বৃহস্পতিবার ( ৯ জুন ) এমন ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে বলে জানিয়েছে আনন্দবাজার।

জানা যায়, সেতুতে উঠে প্রায় ১০ ফুট উঁচু থেকে আছড়ে নিচে পড়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে ৮ জনের হাড় ভেঙে যাওয়ায় আহত হয়েছেন মারাত্মকভাবে।

শহরের মেয়র হোসে লুইস ঝুলন্ত সেতুটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর ব্যবহারের জন্য সেতুটি খুলে দেয়া হয়। মেয়র এবং তার স্ত্রীসহ ২০ জন সেই সেতুতে ওঠেন।

সেতু পারাপার করতে গিয়েই সেটি ভেঙে পড়ে। উদ্বোধনের পরেই এমন ঘটনা ঘটায় চরম অস্বস্তিতে পড়েছে স্থানীয় প্রশাসন।

মেয়র জানান, সেতুতে উঠেই কয়েকজন লাফালাফি শুরু করেন। সেতুর ভারবহন ক্ষমতার অতিরিক্ত লোক উঠে পড়ার কারণেই এমন বিপত্তি ঘটেছে বলেই দাবি করেন তিনি।

এইচএন