tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২৩, ১৯:০০ পিএম

চৌহালীতে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আগুন


prothomalo-bangla_2023-11_0117ccdf-09e2-45b6-a764-e339a90e9253_Sirajgonj_DH1288_20231115_20231115_165532 (1)

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরছলিমাবাদের ভূতের মোড়ে নির্মিত আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা


সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার জন্য নির্মিত আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নে প্রচার-প্রচারণার জন্য চরছলিমাবাদের ভূতের মোড়ে এ ঘটনা ঘটে।

আগুনে কার্যালয়ে থাকা আসবাব ও মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

বুধবার দুপুরে বলেন, স্থানীয় বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ ঘটনায় উপজেলা ও জেলা নেতাদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।

চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, দেশজুড়ে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের অংশ হিসেবে এমন নাশকতা তারা করেছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। আওয়ামী লীগের পক্ষ থেকে থানায় একটি নাশকতার মামলার প্রস্তুতি চলছে।

এসএস