আন্তর্জাতিক
প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২৪, ০৮:১০ এএম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র
Share on:
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ৬ দশমিক ০ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এর প্রভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। সূত্র: এএফপি, এপি
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে ৬ দশমিক ০ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়।
ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে অঙ্গরাজ্যের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন।
ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে একটি পোস্ট করেছে। তারা বলেছে ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার একটি ভূমিকম্প হওয়া অবশ্যই ভয়ের বিষয়। কিন্তু বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্রাকচার জোনে। যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
এনএইচ