tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ২০:০৯ পিএম

মমতাকে বিদেশ সফরের অনুমতি দেয়নি ক্ষমতাসীন মোদি সরকার


mamata.jpg

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বিদেশ সফরের অনুমতি দেয়নি ক্ষমতাসীন মোদি সরকার। মমতার সঙ্গে এ নিয়ে ৩ বার এমন ঘটনা ঘটানো হলো।


ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বিদেশ সফরের অনুমতি দেয়নি ক্ষমতাসীন মোদি সরকার। মমতার সঙ্গে এ নিয়ে ৩ বার এমন ঘটনা ঘটানো হলো।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) মমতার নেপাল সফরে যাওয়ার কথা থাকলেও অনুমতি দেয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, নেপাল সরকারের আমন্ত্রণে ১০ ধেতে ১২ ডিসেম্বর একটি কনভেনশনে যোগ দিতে যাওয়ার কথা ছিল মমতার।

কিন্তু সেই সফরে ছাড়পত্র দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এভাবে একের পর এক বিদেশ সফরে বাধা দেওয়ার প্রতিবাদে ভারতীয় পার্লামেন্টে সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

এদিকে মমতাকে কেন নেপাল সফরের অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে কিছুই জানায়নি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

এইচএন