tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৩ এপ্রিল ২০২২, ১১:১২ এএম

রুশ বিরোধী নেতা হতে চায় যুক্তরাজ্য : রাশিয়া


পেসকভ-২০২২

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাজ্য রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় দেশটি মস্কোর কাছ থেকে গ্যাস কিনতে পারবে না।


শনিবার (২ এপ্রিল) সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি।

যুক্তরাজ্যই একমাত্র দেশ যারা রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। গ্যাজপ্রমের মাধ্যমেই রুশ প্রাকৃতিক গ্যাসের জন্য অর্থ পরিশোধ করা হয়।

ফলে এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাজ্যের পক্ষে রুশ গ্যাস কেনা সম্ভব হবে না।

পেসকভ বলেন, 'লন্ডন রুশ-বিরোধী সবকিছুর নেতা হতে চায়। এমনকি ওয়াশিংটনের চেয়েও এগিয়ে থাকতে চায়! এটা এর ফল।

এইচএন