একের পর এক উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
Share on:
কানপুর টেস্টের পঞ্চম দিনের শুরুতেই আউট হয়ে গেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক। মাত্র ২ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ হন বাঁহাতি এই ব্যাটার। এরপর একে একে নাজমুল হোসেন শান্ত ও সাদমান সাকিব। এখন ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান। মুশফিকুর রহিম ও লিটন দাস ব্যাট করছেন ১ রান নিয়ে।
এর আগে গতকাল সোমবার চতুর্থ দিনে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। তখন স্বাগতিকদের লিড ৫২ রানের। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১১ ওভারে ২৬ রান তুলতেই দু’টি উইকেট হারায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫ বলে ১০ রান করে আউট হন ওপেনার জাকির হাসান। অশ্বিনের বলে এলবিডব্লিউ হন তিনি। নাইট ওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতেও খুব একটা লাভ হয়নি। হাসান আউট হন ৯ বলে ৪ রান করে।
এফএইচ