tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৬ মে ২০২২, ০৯:৫১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে চার্চে হামলায় নিহত ১


Charch in USA-2022

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চার্চে হামলায় অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। এক দিন আগে নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে দৃশ্যত কৃষ্ণাঙ্গদের টার্গেট করে করা গুলিতে ১০ জন নিহত হওয়ার পর এ ঘটনা ঘটল।


রোববার ( ১৫ মে ) রাতে লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে লাগুনা উডসের জেনেভা প্রেসবাইটারিয়ান চার্চে হামলা হয় বলে অরেঞ্জ কাউন্টি শেরিফের দফতর জানিয়েছে। সূত্র : আল জাজিরা।

হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি প্রাপ্তবয়স্ক পুরুষ। ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়ছেন। হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেরিফের মুখপাত্র ক্যারি ব্রাউন বলেন, সহিংসতার সময় ঘটনাস্থলে প্রঅয় ৩০ ব্যক্তি উপস্থিত ছিলেন। চার্চে উপস্থিত বেশির ভাগই ছিলেন তাইওয়ানি বংশোদ্ভূত।

এটি হেইট ক্রাইম কিনা বা হামলাকারী চার্চ কমিউনিটির পরিচিত কিনা, তা তদন্ত করে দেয়া হচ্ছে বলে শেরিফের মুখপাত্র জানান।

ওই এলাকায় বেশ কয়েকটি উপাসনাগৃহ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ক্যাথলিক, লথেরান, মেথোডিস্ট চার্চ এবং একটি ইহুদি সিনাগগ।

এইচএন