tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ০২ জানুয়ারী ২০২৪, ১৯:৫৩ পিএম

১৮ জনের করোনা শনাক্ত


news_367186_1

দেশে নতুন করে আরো ১৮ জনের নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


মঙ্গলবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৮০ শতাংশ। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৭৭ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৩৩০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। তারপর থেকে এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে ২৯ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৩৩ জন।

এমএইচ