tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৩, ১৭:৫৮ পিএম

মিছিল-মিটিং নাগরিকের সংবিধান স্বীকৃত অধিকার : মাওলানা এ টি এম মা’ছুম


ATM Ma'sum

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম বলেছেন, ‘রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল-মিটিং করা প্রত্যেক নাগরিকের সংবিধান স্বীকৃত অধিকার। এ সব কর্মসূচি পালনে বাধা প্রদান সংবিধান লঙ্ঘনের শামিল।’


বুধবার (২ মার্চ) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাওলানা এ টি এম মা’ছুম বলেন, ‘২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন শেষে দু’জনকে গ্রেফতার ও মহানগর শাখার নায়েবে আমির আজম ওবায়দুল্লাহ, সেক্রেটারি অধ্যক্ষ নূরুল আমিনসহ শাখার সকল নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা করা হয়েছে।

সরকার কোনো কারণ ছাড়াই দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা করছে। আমরা এসব মিথ্যা মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রশাসনের কাছে বার বার সভা-সমাবেশের অনুমতি চাওয়া হলেও তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি দিচ্ছে না। একদিকে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি না দিয়ে বাধা প্রদান, অপরদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মূলত তারা দেশের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এভাবে জুলুম, নিপীড়ন চালিয়ে কোনো স্বৈরশাসকই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। অবিলম্বে চট্টগ্রাম মহানগরসহ সারাদেশে গ্রেফতার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতাকর্মীকে মুক্তি প্রদান ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। (প্রেস বিজ্ঞপ্তি)

এন