tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:৫০ পিএম

উত্তরাঞ্চলে শীতার্ত অসহায় মানুষের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ


Rangpur_28_12_2021_2.jfif

বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং গরীব-অসহায় মানুষ শীতে কাতরাচ্ছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল, আদর্শবাদী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী শীতার্ত দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে।


বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং গরীব-অসহায় মানুষ শীতে কাতরাচ্ছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল, আদর্শবাদী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী শীতার্ত দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে।

আশা করি দুর্গত মানুষরা এতে কিছুটা হলেও উপকৃত হবেন। গণমানুষের জন্য জামায়াতের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের প্রধান মেহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপরোক্ত কথাগুলো বলেন।

মাওলানা আবদুল হালিম আরো বলেন, জামায়াতে ইসলামী সব সময় গরীব, অসহায় ও দুর্গত মানুষের পাশে থেকে সীমিত সামর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। জামায়াত বিপন্ন মানুষের সেবা করাকে ইবাদাত মনে করে এ দায়িত্ব পালন করে থাকে।

তিনি বলেন, যদি এ দেশ ন্যায় ও ইনসাফ ভিত্তিক পরিচালিত হতো তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে বঞ্চিত ও অধিকার হারা মানুষের পাশে সরকারী কর্মকর্তা ও কর্মচারীগণ সেবা দিতো। তাই আমাদের দেশে ন্যায় ও কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি উত্তরাঞ্চলের শীতার্ত গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারসহ বিত্তবান লোকদের প্রতি আহবান জানান।

২৮ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর উদ্যোগে ৩৩ নং ওয়ার্ডে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহানগর সেক্রেটারি অধ্যক্ষ ওবায়দুল্লাহ সালাফী এবং ৩৩ নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক নূরুল ইসলামসহ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

এইচএন