যাত্রাবাড়ীর সেই লিটন অস্ত্র ও মাদকসহ গ্রেফতার
Share on:
রাজধানীর যাত্রাবাড়ী থানায় নিয়ে এক ব্যবসায়ীকে রাতভর নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করা লিটন আকন্দ ওরফে শুটার লিটনকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করে র্যাব-৩।
এর আগে গত ১৫ আগস্ট 'শিক্ষার্থী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, নেপথ্যে শুটার লিটন' শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিল ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে র্যাবের অভিযানে দেশিয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডারসহ তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে লিটন নামক ব্যক্তিকে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ প্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটন আকন্দকে দুই সহযোগীসহ গ্রেফতার করে র্যাব-৩।
পরে যাত্রাবাড়ীতে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত ৪টি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস আরও বলেন, লিটনের বিরুদ্ধে সম্প্রতি যাত্রাবাড়ীতে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে ০৩টি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩টি মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ০১টি অন্যান্য ধারায় সর্বমোট ০৯টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতো বলে জানা যায়।
এমএইচ