tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২৩, ২২:৪৪ পিএম

ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয়ের পথে অস্ট্রেলিয়া


untitled-2-20231107223529 (1)

৯১ রানে সপ্তম উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর প্যাট কামিন্সকে নিয়ে প্রতিরোধ গড়েন গ্লেন ম্যাক্সওয়েল। খাদের কিনারা থেকে একা হাতে দলকে টেনে তুলেছেন, ইতোমধ্যেই করেছেন দেড়শ রানের বেশি!


৪৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৬৭ রান। ১৭৬ রান নিয়ে উইকেটে আছেন ম্যাক্সওয়েল। বাকি ৩৬ বল থেকে জয়ের জন্য অজিদের করতে হবে ৩২ রান। হাতে আছে ৩ উইকেট।

২৯২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ট্রাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। ডাক খেয়ে ফিরেছেন এই ওপেনার। তিনে নেমে ঝোড়ো শুরু করেন মিচেল মার্শ। তবে খুব বেশি দূর যেতে পারেননি। নাভিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১১ বলে করেছেন ২৪ রান।

মার্শ ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ডেভিড ওয়ার্নারও। এই অভিজ্ঞ ওপেনার উইকেটে এসে সময় নিয়ে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। সাজঘরে ফেরার আগে ২৯ বলে করেছেন ১৮ রান। মার্কাস স্টইনিশ-জশ ইংলিশরাও রান পাননি। এই দুই ব্যাটার ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। তাতে ৮৭ রান তুলতেই ৬ উইকেট হারায় অজিরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেছেন ইব্রাহিম জাদরান। অজিদের হয়ে ৩৯ রানে ২ উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড।

এনএইচ