tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিজ্ঞান ও প্রযুক্তি প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৩, ২০:২৫ পিএম

উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতার জরিমানা


IMG-20230407-WA0001

চরমপন্থী বিষয়বস্তু মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় অনলাইন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতাকে ৮ লাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা) জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত।


উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা উইকিমিডিয়া ফাউন্ডেশনকে এ জরিমানা করে দেশটির তাগানস্কি জেলা আদালত।

রাশিয়ান সংবাদমাধ্যমগুলো আদালতে বলেছে, রক ব্যান্ড সাইকিয়া, বা সাইশিটের একটি গানে "চরমপন্থার" অভিযোগ আনা হলেও তা সরায়নি উইকিমিডিয়া। তবে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি উইকিমিডিয়া।

গত বছর ইউক্রেন যুদ্ধ নিয়ে 'ভুল তথ্য' প্রচারের অভিযোগে উইকিপিডিয়াকে বিপুল অর্থ জরিমানা করে রাশিয়া।

এদিকে বহুদিন ধরেই নিজেদের এনসাইক্লোপিডিয়া চালুর চেষ্টা করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও বলেছেন, একটি রাশিয়ান অ্যানালগ খুব প্রয়োজনীয়। যেখানে যাচাইকৃত নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য থাকবে।

তিনি আরও বলেন, আমরা জানি যে উইকিপিডিয়াতে অনেক বিকৃতি, অনেক অসত্য, অনেক ঐতিহাসিক-বাস্তব এবং অন্যান্য ভুল রয়েছে।

এর আগে বিগত বছরে উইকিমিডিয়াকে ৯০ লাখ রুবল জরিমানা করে রাশিয়া।

এমআই