tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ অগাস্ট ২০২৪, ১৯:০৯ পিএম

রাশিয়ায় ৯/১১ স্টাইলে হামলা ইউক্রেনের : ভিডিও


saratov-20240826190033

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শিগগিরই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সম্প্রতি রাশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সারাতভের প্রধান শহর সারাতভের একটি বহুতল আবাসিক ভবনে ৯/১১ স্টাইলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী।


রোববার এই হামলা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক। সারাতভ প্রাদেশি প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় এক নারীরসহ ৪ জন আহত হয়েছেন। আহত নারীর অবস্থা গুরুতর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষতিগ্রস্ত ওই ভবন ও তার আশপাশের এলাকার ভিডিও শেয়ার করেছেন অনেকেই। রোববারের এই হামলার জেরে সারাতভে বিমান চলাচল ব্যবস্থা এলোমেলো হয়ে পড়েছে। হামলার পর থেকে অনির্দিষ্টকালের জন্য সারাতভের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে নগর প্রশাসন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ার লক্ষ্য করে যাত্রীবাহী বিমান হামলা চালিয়েছিল ইসলামী জঙ্গিগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্ক। সেই হামলায় ‍নিহত হয়েছিলেন ৩ হাজারেরও বেশি মানুষ।

সূত্র : এএফপি

এনএইচ