tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫৪ এএম

ফলোঅন এড়াতে যত রান করতে হবে বাংলাদেশকে


3

মিরপুর টেস্টে প্রোটিয়াদের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দিয়ে চট্টগ্রামে পা রেখেছিল টাইগাররা। তবে এখানেও হতাশ করেছে শান্ত-মিরাজরা।


বাজে বোলিংয়ের পর ব্যাটিংয়েও সেরাটা দিতে পারেনি তারা। যে কারণে ফলোঅনের শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৫৭৫ রান। ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে ৩৭৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭২ রান। ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে এখনও ৩০৪ করতে হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন। তবে ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন শান্ত (৯)। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও।

এরপর ১৫তম ওভারের প্রথম মিরাজকে এবং তৃতীয় বলে অভিষেক টেস্ট খেলতে নামা মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন রাবাদা। এতে দলীয় ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

এর আগে দ্বিতীয় দিনে ৯ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান তুলতে পেরেছে স্বাগকিতরা। মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রানে অপরাজিত ছিলেন।

এনএইচ