tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪ পিএম

ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজার হাসপাতাল, মারা যাচ্ছে রোগী


gaajaa_haaspaataal_thaamb

ইসরায়েলি সেনাসদস্যদের অভিযানের পর অবরুদ্ধ করে রাখা গাজার প্রধান হাসপাতালগুলোর একটিতে আটকা পড়েছে লোকজন। এ ছাড়া সেখানে অক্সিজেনের অভাবে বেশ কয়েকজন রোগী মারা গেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এএফপির।


হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) খান ইউনিস শহরের আল নাসের নামের এই হাসপাতালটিতে ১২০ জন রোগী ও পাঁচটি মেডিকেল টিম খাবার, পানি ও বিদ্যুৎহীন অবস্থায় আটকা পড়েছেন।

গত কয়েকদিন ধরে হাসপাতালটির চারদিকে ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলছে। গাজার দক্ষিণাঞ্চলে এই হাসপাতালটিই স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একমাত্র স্থাপনা হিসেবে কাজ করছিল।

গত বৃহস্পতিবার ইসরায়েলি সৈন্যরা হাসপাতালটিতে প্রবেশ করে। তাদের দাবি, সেখানে গত ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের আটকে রাখা হয়েছে। এ বিষয়ে তাদের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানায় তারা।

ইসরায়েলি সেনারা জানায়, হাসপাতালটি থেকে বেশ কিছু অস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হাসপাতাল থেকে ইসরায়েলি পণবন্দিদের দেওয়া চিকিৎসা সামগ্রী প্রদানের একটি তালিকাও উদ্ধার করা হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, হাসপাতালের ভেতরে যেকোনো লোককে নড়াচড়া করতে দেখলেই গুলি করছে ইসরায়েলি সৈন্যরা। তবে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ চালু করতে কাজ চলছে বলেও জানিয়েছে তারা।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিক বলেন, ‘রোগী, স্বাস্থকর্মী ও বেসামরিক মানুষে ঠাসা হাসপাতালটির জন্য নিরাপত্তা প্রয়োজন।’

এনএইচ