tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২২, ১৬:৪০ পিএম

৩ এপ্রিল ইতিহাসে অন্ধকারতম দিন হয়ে থাকবে: শেহবাজ


শেহবাজ

পাকিস্তানের বিরোধী দল মুসলিম লিগ-এনের প্রেসিডেন্ট শেহবাজ শরিফ অনাস্থা ভোটে ইমরান খানের উৎরে যাওয়ার ঘটনাকে পাকিস্তানের ইতিহাসে কালো দিন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের ইতিহাসে ৩ এপ্রিল অন্ধকারতম দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


সোমবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর জিও টিভির।

শেহবাজ বলেন, ইমরান খান দেশজুড়ে ‘সিভিলিয়ান মার্শাল ল’ জারি করেছেন। তার এ পদক্ষেপ ‘অসাংবিধানিক’।

তিনি আরও বলেন, পাকিস্তানের ইতিহাসে ৩ এপ্রিল অন্ধকারতম দিন হিসেবে স্মরণীয় হবে। এর আগে জেনারেল পারভেজ মোশাররফও এ ধরনের অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছিলেন ২০০৭ সালের ৩ নভেম্বর।

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেছেন, নিজের ইগোকে প্রাধান্য দিতে ইমরান খান সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।

আর পিটিআই-এর নেতৃত্বাধীন সাবেক সরকারকে ‘ব্যক্তিকেন্দ্রীক সরকার, সর্বগ্রাসী ও ফ্যাসিস্ট’ হিসেবে অভিহিত করেন শেহবাজ।

তিনি আরও বলেন, যদি কাসিম সুরি এ অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেন, তবে কেন বিষয়টি আগে উত্থাপিত হলো না? পিটিআই পরাজয়ের লজ্জা থেকে বাঁচতে সংবিধানের ৫ নম্বর ধারাকে ব্যবহার করেছে।

শেহবাজ বলেন, সাবেক ডেপুটি স্পিকারের দেওয়া বক্তব্য অনুযায়ী সব বিরোধী নেতারা বিশ্বাসঘাতকে পরিণত হয়েছেন। গতকালকের পার্লামেন্ট অধিবেশন পাকিস্তানের সংবিধান, আইন ও পার্লামেন্টকে তামাশা বানিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেইউআই-এফ নেতা আসাদ মেহমুদ, এমকিউএম-পি আহ্বায়ক খালিদ মাকবুল সিদ্দিকী, বিএপি-এম প্রধান আখতার মঙ্গল প্রমুখ।

এমআই