দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়িতে ছিলেন না হাসনাত-সারজিস
Share on:
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ ও মো. সারজিস আলমের গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে সেই গাড়িটিতে ছিলেন না হাসনাত ও সারজিস।
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০০, ২৮ নভেম্বর ২০২৪
A- A A+
গতকাল বুধবার (২৭ নভেম্বর) গাড়িবহরে থাকা চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহাথির বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইফুল ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এই ঘটনা ঘটেছে। আমরা একটি গ্রামের রাস্তা থেকে আরাকান মহাসড়কে উঠার সময় চট্টগ্রামমুখী ওই ট্রাকটি আমাদের গাড়িতে ধাক্কা দেয়। ট্রাকটির মালিক আওয়ামী লীগের এক নেতা এটা আমরা জানতে পেরেছি।
তিনি আরও বলেন, হাসনাত-সারজিস ঢাকা থেকে আসার সময় যেই গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতেই ধাক্কা দেওয়া হয়েছে তবে, তারা কবর জেয়ারত শেষে ওই গাড়িতে না উঠে সৌভাগ্যক্রমে অন্য আরেকটি গাড়িতে উঠেন। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, এই গাড়িটাতে আমি ছিলাম। আল্লাহর অশেষ কৃপায় বেঁচে ফিরেছি।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাকবলিত গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
সড়ক দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়িবহরে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুক লাইভে এসে বলেন, আমরা তিনটি গাড়ি নিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে গিয়েছিলাম। ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে আমাদের একটি গাড়ি। তবে সৌভাগ্যক্রমে হাসনাত ও সারজিস দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়িটি আগে পরিবর্তন করে ফেলেছি।
তিনি বলেন, হাসনাত-সারজিস ভাই একটি গাড়িতে, আমরা আরেকটি গাড়ি এবং আমাদের অন্য সহকর্মীরা আরেকটি গাড়িতে ছিলাম। আমরা একটু পিছিয়ে ছিলাম, আরেকটি একটু এগিয়ে ছিল। ঘটনার সময় একটি ট্রাক এসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অমাদের সেই গাড়িটি চাপা দেওয়া হয়।
এসএ