tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২৪, ১২:৩০ পিএম

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মৎস্যজীবী হত্যার প্রতিবাদ


Untitled-1-Recovered3

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে ওসমান (৬০) হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


ঢাকায় মিয়ানমারের দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে এ প্রতিবাদ জানানো হয়। এই মর্মান্তিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সেন্ট মার্টিন ইউনিয়নের কাছে মাছ ধরার সময় ৫৮ জন জেলেসহ ৬টি মাছ ধরার ট্রলার মিয়ানমার কর্তৃপক্ষ আটক করে। পরে বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর গতকাল দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এনএইচ