tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৪ জুলাই ২০২৪, ১৯:৫২ পিএম

খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব


image-828049-1720963650

গাজা উপত্যকার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকাকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য একটি ‘মানবিক অঞ্চল’ মনোনীত করা হয়েছিল। তবে সেখানেই শনিবার বিমান হামলার মাধ্যমে গণহত্যা চালিয়েছে ইসরাইলি বাহিনী। যেখানে ৯০ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন।


খান ইউনিসের এই হতাহতের ঘটনায় রোববার ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

‘গাজার কোথাও এখন নিরাপদ নয়’ বিষয়টি স্পষ্ট করে এক বিবৃতিতে গুতেরেস বলেন, বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের অবস্থানসহ একটি ঘনবসতিপূর্ণ মানবিক এলাকায় ইসরাইলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনায় বিশ্ববাসী এবং আমি ‘মর্মাহত এবং দুঃখিত’।

বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব হামলায় শিশু ও নারীসহ বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।

সেইসঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তির জন্য গুতেরেস তার দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্বর ইসরাইলি হামলায় ৯০ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, এ নিয়ে এ পর্যন্ত ৩৮ হাজার ৫৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন ৮৮ হাজার ৮৮১ জন। সূত্র: আনাদোলু এজেন্সি

এমএইচ