tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৬ জানুয়ারী ২০২৪, ২২:১৪ পিএম

ভোট কেন্দ্রের নিরাপত্তায় রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন


election-20240106213914

শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এইনির্বাচনে প্রায় ৩ হাজার নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটের পাশাপাশি, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখের বেশি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।


শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার। যেখানে বুথ রয়েছে মোট ২ লাখ ৬২ হাজার। এই বিপুল সংখ্যক ভোটার এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য ৩ হাজার নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটের সঙ্গে দায়িত্ব পালন করবেন ৮ লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। তাদের মধ্যে পুলিশের এক লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়নের ৫ লাখ ১৪ হাজার ২৮৮, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। ভোটগ্রহণ ঘিরে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হলেও মাঠ পর্যায়ে উত্তাপ ও সংশয় দুই-ই বিরাজ করছে।

এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনেক স্থানে প্রতিপক্ষ প্রার্থী ও তাদের সমর্থকদের ভয় দেখানো, ক্যাম্প ভাঙচুরসহ নানা অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেসে দেওয়া আগুনে ঝরেছে কয়েকজনের প্রাণ।

এসএম