tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৪ মার্চ ২০২৩, ১৮:০৪ পিএম

তুরস্কে ভূমিকম্প, নিহত ৬৬৬০ বিদেশী


64

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভূমিকম্পে তুরস্কে প্রায় ৬,৬৬০ জন বিদেশী নিহত হয়েছেন। আনাদুলু নিউজ অ্যাজেন্সি সর্বশেষ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।


সর্বশেষ তথ্যানুযায়ী, তুরস্কে ভূমিকম্পে নিহত হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জন। এছাড়া সিরিয়ায় ছয় হাজারের মতো লোক নিহত হয়েছে।

আনাদুলুর প্রতিবেদন থেকে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ভূমিকম্পে নিহত বিদেশীর সংখ্যা ৬,৬৬০ জন। এদের মধ্যে বেশির ভাগই সিরিয়ান উদ্বাস্তু।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সংঘটিত ভূমিকম্পে তুরস্কের আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, হাতে, গাজিয়ানতেপ, কাহমানমারাস, কিলিস, মালাতিয়া, ওসমানিয়া ও স্যানলিউরফা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ভূমিকম্পে এক কোটি ৩৫ লাখের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

এন