জাতীয়
প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬ পিএম
এক ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
Share on:
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়স্ত্রণে এসেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি আরও বলেন, বস্তিতে আগুন লাগার খবর আসার পরপরই গাড়ি পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।
তিনি বলেন, আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে যানজটে রাস্তায় আটকে ছিল বেশ কিছু সময়। পরে তারাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এনএইচ