tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২০ এপ্রিল ২০২৪, ১৫:৪৮ পিএম

ইরান-ইসরায়েল দু’পক্ষই মিথ্যাচার করছে: তুর্কি প্রেসিডেন্ট


turki

হামলা ইস্যুতে তেল আবিব কিংবা তেহরান, কারও দাবিই বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর মার্কিন বার্তা সংস্থা এপি’র।


ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে দেশটির ইসফাহান শহরের বিমানবন্দরের কাছে। ইসফাহান শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ।

শুক্রবার এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে। আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত। কারও বক্তব্যের সাথেই বাস্তবতার কোনো মিল নেই বলে উল্লেখ করেন এরদোগান। ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।

এরদোগান আরও বলেন, ইরান এবং ইসরায়েল দুই পক্ষেরই দাবির সাথে বড় ধরণের বিরোধ রয়েছে। কোনো পক্ষই সত্য বলছে না। হামলা নিয়ে তেহরান এবং তেল আবিব দুই পক্ষই মিথ্যাচার করছে।

এমএস