tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৩, ১৭:০৪ পিএম

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকতে রাজি নই : প্রধানমন্ত্রী


image_37789_1699537330

ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলে দিতে রাজি নই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘গ্যাস বিক্রি করতে রাজি হয়নি বলেই ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো হয়েছে। আমি বঙ্গবন্ধুর মেয়ে। ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলে দিতে রাজি নই।’

আওয়ামী লীগ সরকারের উন্নয়নে গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে নানান উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি।’

কক্সবাজারে ট্রেন চলাচল উদ্বোধন করতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আজকে আমি সত্যিই আনন্দিত। কক্সবাজারবাসীকে একটা কথা দিয়েছিলাম, সে কথাটা রাখতে পেরেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের দিনটা বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন। কারণ কক্সবাজার এমন একটি সমুদ্র সৈকত, যা বিশ্বে বিরল।

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। ৮০ মাইল লম্বা (১২০ কিলোমিটার) এবং সম্পূর্ণটাই বালুকাময়।

পৃথিবীতে এত বড় বালুকাময় সমুদ্র সৈকত আর নেই। এই কক্সবাজারের সঙ্গে রেলসংযোগ করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমি জানি, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এটা একটা দাবি ছিল, আজকে সেটা পূরণ হলো।’

এ সময় রেলপথ নির্মাণের সঙ্গে যারা জড়িত ছিলেন সবাইকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।