tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৮ জুন ২০২৩, ১৯:৩৭ পিএম

জামায়াতকে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দিতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান


1

একদেশে দুই আইন চলতে পারে না। দেশের প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিতে হবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়সহ বন্ধ সকল শাখা অফিস খুলে দিয়ে স্বাভাবিক দলীয় কার্যক্রম এবং সকল রাজনৈতিক তৎপরতা পরিচালনার সুযোগ দিতে হবে।


দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ৮ জুন, বৃহস্পতিবার, ভার্চুয়ালি আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান মেহমানের আলোচনায় সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। জনগণের ভোট ও ভাতের অধিকার নেই। দেশের মানুষ এ সরকারের বিদায়ের প্রহর গুনছে। জেল জুলুমের ভয় না করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম বেগবান করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে রাজপথে সোচ্চার ভ‚মিকা রাখতে হবে। দেশের মানুষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আন্দোলন করছে। সরকারকে জনগণের ন্যায্য দাবি মেনে নিয়ে আগামী সংসদ নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে দিতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সম্ভাবনাময় এলাকা। এখান থেকে আমাদের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলামকে বিজয়ী করে সংসদে পাঠাতে সর্বাত্মক ভ‚মিকা পালন করতে হবে।

তিনি জামায়াতের সকল কর্মী সমর্থকদের কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে এবং জামায়াতে সালাত আদায়ে জোর নির্দেশনা প্রদান করেন। তিনি শাহাদাতের তামান্না নিয়ে দীন কায়েমের পথে অটল থাকতে জনশক্তিদের অনুরোধ জানান। আমাদেরকে জিহাদ ফী সাবিলিল্লাহর পথে ইনফাকের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। কারাগারে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জামায়াতের সকল নেতাকর্মী এবং আলিম উলামাদের মুক্তির দেয়ার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, আগামী সংসদ নির্বাচনে বিজয় লাভ করার জন্য সাধারণ মানুষের নিকট ব্যাপক দাওয়াত দিতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবী আদায়ে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আন্দোলন-সংগ্রাম বেগবান করতে হবে। স্বৈরাচারী সরকারের পতনের হাওয়া পরিলক্ষিত হচ্ছে। তারা প্রলাপ বকতে শুরু করেছে। তিনি জামায়াতের সকল জনশক্তিকে আত্মগঠন, কর্মী গঠন, পরিবার গঠন ও সমাজ গঠনে এগিয়ে আসার আহŸান জানান।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, ইসলামী আন্দোলনে জান ও মালের ত্যাগ এবং কুরবানীর মাধ্যমে আল্লাহর যমীনে তাঁর দীন কায়েমে সোচ্চার হতে হবে। ইক্বামাতে দীনের আন্দোলনে ও ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে শহীদি কাফেলার সকলকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

সভাপতির বক্তব্যে জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম সম্মানিত প্রধান মেহমান ভারপ্রাপ্ত আমীরে জামায়াতসহ সকল মেহমানদের ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অন্যানের মধ্যে আলোচনা রাখেন জয়পুরহাট জেলা আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুরের সাবেক জেলা আমীর আফতাব উদ্দিন মোল্লা, গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহীম, কেন্দ্রীয় মজলিসে শ‚রার সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক ও ছাত্র শিবির দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সভাপতি মিনারুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কাসেম, সুলতানুল আলম, মঞ্জুরুল কাদের বাবু, মাওলানা আবু হুদা ও আলমগীর হোসেন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

এন