মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি : বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান মেয়র আতিক
Share on:
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা মহানগর উত্তরের মেয়র মো. আতিকুল ইসলামকে চেয়ারম্যান করে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের পুনর্গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে বোর্ড অব ট্রাস্ট্রিজের পুনর্গঠন করা হয়।
সভায় ১৩ জনকে সদস্য করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) বোর্ড অব ট্রাস্ট্রিজ গঠন করা হয়। এদের মধ্য থেকে চেয়ারম্যান করা হয় ঢাকা মহানগর উত্তরের মেয়র মো. আতিকুল ইসলামকে। নতুন বোর্ডে পুরোনো ট্রাস্টিদের কেউ স্থান পাননি।
এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের অন্যান্য সদস্যরা হলেন :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ( দু. আ. মহাপরিচালক-২, অতিরিক্ত সচিব), জাতীয় গোয়েন্দা বিভাগ (এনএসআই) ঢাকার মহাপরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), অতিরিক্তি মহাপরিচালক (এসবি) ঢাকা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম; ইন্টারন্যাশনাল বিজনেজ বিভাগের অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেজ -এর অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সিটিটিউট ও হাসপাতাল ঢাকার সহকারী অধ্যাপক ডা. মেঘলা সরকার, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলালাদেশ এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ, হাসু মনি পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন, সোশাল ইম্প্রুভমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মিহির কান্তি ঘোষাল।
এর আগে গত মঙ্গলবার মানারাত ইউনিভার্সিটির ট্রাস্ট-সংক্রান্ত সভার একটি নোটিস ইস্যু করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই নোটিস শিক্ষাবিদ, রাজনীতিক, সমাজকর্মী ও সরকারি কর্মকর্তাসহ ২২ জন ব্যক্তিকে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৬ (১০) সুস্পষ্ট লঙ্ঘন করায় উল্লিখিত আইনের ধারা ৩৫ (৭) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্য কর্তৃক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে চেয়ারম্যান করে ১৩ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,ঢাকা -এর বোর্ড অব ট্রাস্ট্রিজের পুর্নগঠনের সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।
তার সেই সম্মতি বাস্তবায়নে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল সিনিয়র কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকে সাবেক বেশ কিছু সচিব, আমলা শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। বৈঠকে আমন্ত্রিতরা হলেন-
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ( দু. আ. মহাপরিচালক-২, অতিরিক্ত সচিব), জাতীয় গোয়েন্দা বিভাগ (এনএসআই) ঢাকার মহাপরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), অতিরিক্তি মহাপরিচালক (এসবি) ঢাকা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম; ইন্টারন্যাশনাল বিজনেজ বিভাগের অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেজ -এর অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সিটিটিউট ও হাসপাতাল ঢাকার সহকারী অধ্যাপক ডা. মেঘলা সরকার, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলালাদেশ এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ, হাসু মনি পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন, সোশাল ইম্প্রুভমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মিহির কান্তি ঘোষাল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়ান, স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর এম হারুনুর রশিদ, রেজিস্ট্রার মো. মানিরুল ইসলাম।
উল্লেখিত ব্যক্তিদের প্রত্যেককে যথা সময়ে বৈঠকে উপস্থিত থাকতেও অনুরোধ করা হয়।
প্রসঙ্গত, ২০০১ সালের ৩ এপ্রিল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনুমোদন পায়। ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ।
এইচএন