tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৩ পিএম

চট্টগ্রামেও হবে মেট্রোরেল : ওবায়দুল কাদের


কাদের১১.jpg

চট্টগ্রাম নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেল চালু হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


চট্টগ্রাম নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেল চালু হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামে পরিকল্পিত পরিবহন ব্যবস্থা এবং মেট্রোরেল চালুর লক্ষ্যে কোইকার সহায়তায় সরকার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করতে যাচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় প্রায় ৭৭ কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষা প্রকল্প নেওয়া হচ্ছে। এতে কোরিয়া সরকারের অনুদান ৫১ কোটি টাকা।

‘এরইমধ্যে কোরিয়া থেকে একটি বিশেষজ্ঞ সার্ভে টিম বাংলাদেশ সফরে এসেছে। দলটি আগামী ৮ ফেব্রুয়ারি হতে ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের সঙ্গে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে।’

কাদের বলেন, প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর জন্য একটি সমন্বিত পরিবহন পরিকল্পনা প্রস্তুত করা হবে। এর পাশাপাশি ম্যাস ট্রানজিট লাইন বা মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও করা হবে।

তিনি বলেন, নগরীর উন্নয়ন চাহিদার দিকে খেয়াল রেখে সার্কুলার রোড, রেডিয়াল রোড, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, বাস টার্মিনালের জন্য স্থান নির্ধারণ, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাস পরিচালনার সমীক্ষাও সম্পন্ন করা হবে।

এ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আগামী একবছরের মধ্যে শেষ হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এইচএন