খিলক্ষেতে বেপরোয়া প্রাইভেটকার কেড়ে নিল ৩ জনের প্রাণ
Share on:
রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া একটি প্রাইভেটকারের ধাক্কায় নারী-শিশুসহ তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত কাঁচাবাজার এলাকার এয়ারপোর্ট রোডে এই দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার জানান, রাত ৯টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খিলক্ষেত বাস স্টপেজের যাত্রী ছাউনিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নামের এক শিশুর মৃত্যু হয়। এছাড়া আহত হয় চারজন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল পান্ডে ও আমরিনা বেগম মারা যান। বাকি দুইজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ওসি জানান, ঘটনার পর চালক পলাতক রয়েছে। গাড়িটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
জানা যায়, শিশু ইয়াসিনকে নিয়ে তার বাবা সুমন মিয়া নিকুঞ্জ এসেছিলেন। সে একটি মাদরাসায় পড়ত। ইয়াসিনের দাদা খিলক্ষেত এলাকায় চাকরি করেন। সুমন মিয়া ছেলে ইয়াসিনকে নিয়ে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
এনএইচ