tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১৬ মে ২০২৩, ১৯:০৫ পিএম

মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্র: ঠাকুরগাঁওয়ে বেতন ভাতা নেই ৬ মাস!


2

ইসলামী ফাউন্ডেশনের পরিপত্র অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও ঠাকুরগাঁওয়ের মসজিদ ভিত্তিক পাঠশালার শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ ৬ মাস যাবত বেতন ভাতা পাচ্ছেন না। নিয়মিত বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকরা। কর্তৃপক্ষ বলছেন খুব শীঘ্রই শিক্ষকদের সম্মানী ভাতা পরিশোধ করা হবে।


ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ হাট মসজিদ সংলগ্ন পাঠদান কেন্দ্রে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে প্রাথ প্রাথমিক পর্যায়ের ৩০ জন শিক্ষার্থী নিয়ে একটি পাঠশালা চালাচ্ছেন শিক্ষিকা উম্মে কুলসুম।

সংসারের কাজ কর্ম ফেলে তিনি নিয়মিত পাঠদান করেন। সেজন্য ছুটির দিন ব্যতিত প্রত্যহ সকাল ৮ টা হতে সাড়ে ১০ টা পর্যন্ত পাঠদান করান তিনি। অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারি কারিকুলাম অনুসরণ করে পাঠশালাটি পরিচালনা করলেও তাকে মাসিক সম্মানী ভাতা প্রদান করা হয় মাত্র ৫ হাজার টাকা। তা আবার নিয়মিত নয়।

অপরদিকে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ইউসুফ মেম্বারপাড়া জামে মসজিদে সহজ কোরান শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষক ফরহাদ হোসেন। তিনি প্রতিদিন সকাল ৬ টা হতে ৮ টা পর্যন্ত চালান ওই পাঠশালা।

শিক্ষকগণ প্রায় ৬ মাস ধরে সম্মানী ভাতা পাচ্ছেন না । তাই সংসারে অভাব অনটন লেগেই আছে। তাদের মতো জেলায় মোট ৮১৭জন শিক্ষক চালাচ্ছেন ৮১৭টি প্রাক প্রাথমিক, সহজ কোরান শিক্ষা ও বয়স্ক গণশিক্ষা কেন্দ্র। এসব কেন্দ্রে পাঠাদান করছেন ২৬ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী।

শিক্ষকদের অভিযোগ, তারা ইসলামী ফাউন্ডেশনের কারিকুলাম অনুসরণ করে নিয়মিত পাঠদান করালেও দীর্ঘ ৬ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। বেতন ভাতা নিয়মিত না পাওয়ায় তাদের দোকান পাটে বাকিতে সওদা সংগ্রহ করতে হচ্ছে। এছাড়াও ছেলে মেয়ের লেখাপড়া, চিকিৎসা ও ওষুধপত্র কিনতে দুর্ভোগে পড়তে হচ্ছে।

তাই তাদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের নিয়োগ বা পদায়ন করা হলে একদিকে তারা সরকারের কারিকুলাম অনুযায়ী শিক্ষা দান করতে সক্ষম হবেন, তেমনি তাদের সংসারগুলো উপকৃত হবে।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ২২শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এক অধ্যাদেশের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা চালু করেন।

এ ব্যপারে ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মশিউর রহমান জানান, জেলার ৮১৭টি পাঠদানকেন্দ্রে ২৬ হাজার ৯৭৫জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। এসব কেন্দ্রে একজন করে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন। তারা নিয়মিত মাসিক ৫ হাজার টাকা করে সম্মানী ভাতা পান। গত আগষ্ট হতে তারা সেই সম্মানী ভাতা পাননি। তবে খুব শীঘ্রই ৩ মাসের সম্মানী ভাতা পরিশোধ করা হবে।

প্রসঙ্গত: ধর্ম মন্ত্রণালয়ের আওতায় ঠাকুরগাঁও জেলায় ইসলামী ফাউন্ডেশন পরিচালিত সহজ কোরান শিক্ষা কেন্দ্র ৫০৫টি, প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র ৩০০ এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র ১২টি রয়েছে। এসব পাঠাশালায় শিক্ষার্থী রয়েছে ২১৬ হাজার ৯৭৫জন।

এন