tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৮ জুন ২০২২, ১৮:১৭ পিএম

ফেসবুক লাইভে ছাত্রকে মারধর, কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার


গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে ফেসবুক লাইভে এসে লাঠিপেটা করার ঘটনায় কিশোর গ্যাং সদস্য জয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।


বুধবার (৮ জুন) দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করেন হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (৭ জুন) বিকেলে নীলফামারী জেলার ডিমলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং সদস্য জয়কে আটক করে র‌্যাব। পরে রাতেই তাকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করে র‌্যাব। জয় উপজেলার কেতকিবাড়ি এলাকার দুলু মিয়ার ছেলে।

জানা গেছে, গত ১ জুন দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চলাকালীন সিফাত, জয়সহ মাহবুব কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে প্রবেশ করে কিছু শিক্ষার্থীকে মারধর করে। এ সময় প্রতিবাদ করলে তারা শিক্ষার্থী মেহেদি হাসান লিখনের ওপর চড়াও হয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে পরদিন ২ জুন দুপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু সালিস বৈঠকে বসেন। সেখানে সবার উপস্থিতিতে অভিযুক্ত হামলাকারীদের নাম বলে মেহেদি হাসান লিখন। পরে বিষয়টি নিয়ে আপস-মীমাংসা করে দেন চেয়ারম্যান।

এ ঘটনার জেরে ২ জুন সন্ধ্যায় ফোন করে মেহেদি হাসান লিখনকে ডেকে আনে কিশোর গ্যাংয়ের সদস্য হোসাইনুর রহমান হিরু, দুলু, হাবিবুর রহমান সিফাত ও জয়। পরে সত্য কথা বলায় অভিযুক্ত সহযোগী মাহবুব হোসেনকে ফেসবুক লাইভ চালু করতে বলেন সিফাত। পরে লাঠি দিয়ে মেহেদিকে বেধড়ক মারধর করেন সিফাত ও জয়। মারধর করার সময় মেহেদীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়।

পরে কেতকীবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তিনি গুরুতর জখম অবস্থায় মেহেদীকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে এ ঘটনায় মেহেদীর বাবা রাকিব হাসান পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, এ ঘটনায় জয়সহ তিন জনকে গ্রেফতার করা হলো। ঘটনার মূল আসামি সিফাত ও তার সহযোগী মাহবুবকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এমআই