tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৯ এপ্রিল ২০২৩, ১৮:৪৭ পিএম

আন্দোলনে হেরে গেলে নির্বাচনে জয় লাভ করা যায় না: ওবায়দুল কাদের


৪

আন্দোলনে হেরে গেলে নির্বাচনে জয় লাভ করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


শনিবার (২৯ এপ্রিল) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা বিভিন্ন জোট করে গণআন্দোলন রচনার ব্যর্থ চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে আন্দোলন মানুষ দেখতে পায়নি। জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন হতে পারে না। বিএনপি ব্যর্থ গণআন্দোলন নিয়ে পথ হারা পথিকের মতো, এখন তারা ভবিষ্যৎ নিয়ে সন্দিহান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের নির্বাচন গণতান্ত্রিক উপায়ে হবে, অন্য দেশের পরামর্শে হবে না। অন্য দেশের নির্বাচনে আমাদের হস্তক্ষেপ নেই, তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন অন্য দেশের মাথা ব্যথা থাকবে?

তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করবে আর তত্ত্বাবধায়ক সরকার হিমাগারে। বিএনপির মাথায় এখনো তত্ত্বাবধায়ক সরকারের ভূত।

মির্জা ফখরুল ইসলামের কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, জিয়া-খালেদা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্র কি ম্যাজিকের ত্রাস, বিএনপির গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। বিএনপি তো নিজেই এ দেশকে ধ্বংস করে গেছে আর শেখ হাসিনা একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। ভোট পাওয়ার জন্য বিএনপির একটা দৃশ্যমান সফলতা নেই। মিথ্যাচার করে ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি এ দেশের সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। দেশের স্বার্থে আওয়ামী লীগ অবিচল।

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সন্ত্রাস করবে এমন শঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচন করতে দেবে না, সেই দুঃসাহস দেখিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

তিনি বলেন, এ দেশে যারা আন্দোলনে জিতে তারাই নির্বাচনে জিতে। গণঅভ্যুত্থান, নানা আন্দোলনের চেষ্টা করে শুরুতেই হোঁচট খেয়ে যায়, বাস্তবে মানুষ কোনো আন্দোলন দেখতে পারেনি। নেতাকর্মীরা (বিএনপির) জনগণকে সম্পৃক্ত করতে পারেনি, একটাও হালে পানি পায়নি। বিএনপি ব্যর্থ গণআন্দোলন নিয়ে পথ হারা পথিকের মতো।

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে যারা ব্যর্থ, তারা সন্ত্রাস করবে। সতর্ক থাকতে হবে। একটা ব্যাপারই দরকার– ঐক্য। এই কথা চেতনায় ধারণ করতে হবে।

তিনি বলেন, তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রেও বিশ্বাস করে না। তো কোন গণতন্ত্র? জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট? মাগুরা মার্কা উপ-নির্বাচন বিশ্বাস করি না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তারা দেশকে কি মেরামত করবে। সবকিছুতে একটা বৈপ্লবিক পরিবর্তন শেখ হাসিনা করছেন। আপনাদের (বিএনপি) একটা উন্নয়নের কাজ নেই, যেটা দেখিয়ে ভোটারদের বলবেন, ভোট দেন।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।

এমআই