tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২২ এপ্রিল ২০২২, ০৯:২১ এএম

নিকারাগুয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প


earth

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প। তবে এ কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর: এএফপি।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সময় দিনগত রাত ১টা ৪২ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪২ মিনিট) ভূকম্পটি আঘাত হানে।

এর উৎপত্তিস্থল সান রাফায়েল দেল সুর শহর থেকে প্রায় ৬৯ কিলোমিটার দূরে। এছাড়া এর কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ২৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

এদিকে ভূকম্পটির প্রভাব টের পাওয়া গেছে প্রতিবেশ দেশ বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাসেও।

মানাগুয়ার বাসিন্দারা জানায়, নিকারাগুয়ান রাজধানীতে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এর ফলে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে কোনো সতর্কতার কথাও জানানো হয়নি।

এইচএন