tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৯ জানুয়ারী ২০২২, ২০:৩৭ পিএম

ফের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি


বিএনপি১.jpg

মহান জাতীয় সংসদেে এবং বাইরে আলোচনা ও সমালোচনার মধ্যেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) গঠন করার বিধান রেখে পাস হলো ইসি গঠন আইন।


মহান জাতীয় সংসদেে এবং বাইরে আলোচনা ও সমালোচনার মধ্যেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) গঠন করার বিধান রেখে পাস হলো ইসি গঠন আইন।

তবে এই নিয়ে শিগগিরই নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে একটি বড় জোট গঠন করে আন্দোলনে নামতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি।

শিগগিরই নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের জন্য এক দফা দাবিতে আন্দোলনে নামার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সভায়

গতকাল শুক্রবার ( ২৮ জানুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি পাঁচ ঘণ্টা সভা চলে বলে স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজেদের ইচ্ছেমত ইসি গঠনে আইন করে আবারও একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।

এক দফা নিয়ে আন্দোলনে নামা ছাড়া সামনে বিকল্প নেই। সেজন্য বৃহত্তর জোট গঠনে এগোনো হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন, গতকাল শুক্রবার সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রাজপথে যারাই থাকবে, তাদের নিয়েই আমরা বৃহত্তর জোট গঠনের চিন্তা করছি।

এইচএন