tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৯ অগাস্ট ২০২৪, ১১:১৪ এএম

অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্রশিবিরের আন্তরিক অভিনন্দন


শিবির

নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


আজ শুক্রবার (৯ আগস্ট) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে ঘিরে গণআন্দোলনে পদত্যাগ করে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। ছাত্র-জনতার বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ আজ স্বৈরশাসক মুক্ত হয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মুহাম্মাদ ইউনূসকে প্রধান করে গতকাল (বৃহস্পতিবার) রাত ৯টায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ছাত্র-জনতার অনেক প্রত্যাশা। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রসমাজ ও দেশবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।’

নেতারা বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস-সহ তরুণদের প্রতিনিধিত্বমূলক অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার জন্য শুভকামনা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, শিক্ষা কমিশনসহ রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ দ্রুত খুলে দিয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি