tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৩ মে ২০২২, ১৩:১৮ পিএম

ইউক্রেনে ঈদুল ফিতর উদযাপন


ইউক্রেনে ঈদুল ফিতর পালিত

চলমান যুদ্ধের মধ্যেই ইউেক্রেনের মুসলিমরা উদযাপন করলেন পবিত্র ঈদুল ফিতর। সোমবার (২ মে) রাজধানী কিয়েভে ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদের ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি সমাবেত হয়েছিলো।


আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলুকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের মুসলিম কাউন্সিলের প্রেসিডেন্ট সেয়রান আরিফভ।

তুর্কি সংবাদ মাধ্যম আনুদোলুর এক প্রতিবেদনে বলা হয়, রুশ সামরিক আগ্রাসনে ইউক্রেনের অনেক মুসলিম বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। অনেকে দেশ ত্যাগ করে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।এ পরিস্থিতিতে ইউক্রেনের মুসলিমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন।

ইউক্রেনের মুসলিম কাউন্সিলের প্রেসিডেন্ট সেয়রান আরিফভ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্বের সব মুসলিমের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করছি।

এদিকে, জাতিসংঘের হিসেব মতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ২ হাজার ৮৯৯ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ২৩৫ আহত হয়েছেন। বাস্তুহারা হয়েছেন ৭৭ লাখ ইউক্রেনীয় এবং দেশ ছেড়েছেন ৫৪ লাখ ইউক্রেনীয়।

এইচএন