ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে তুরস্কের সঙ্গে ফোনালাপ
Share on:
ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে তুরস্কের সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন থেকে কীভাবে জরুরিভিত্তিতে খাদ্যশস্য বিশেষ করে গম রপ্তানির সুযোগ করে দিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগ্লুর সঙ্গে বৃহস্পতিবার ফোনালাপ হয় জাতিসংঘ মহাসচিবের। খবর আনাদোলুর।
এ সময় সিরিয়ায় জরুরি ত্রাণ পাঠানোর বিষয়েও দুই নেতার মধ্যে আলাপ হয়।
এদিকে নিজেদের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ইউক্রেন কোনো খাদ্যশস্য রপ্তানি করবে না বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব অ্যালেক্সি দানিলভ।
বৃহস্পতিবার ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যালেক্সি দানিলভ এ কথা বলেন।
দানিলভ বলেন, প্রথম বিষয় হচ্ছে— ইউক্রেনের নিরাপত্তা এবং তার পরের বিষয়টিও ইউক্রেনের নিরাপত্তা। অর্থাৎ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের ভেতর থেকে কোনো খাদ্যশস্য পৃথিবীর কোথাও যাবে না। কারণ দেশের নিরাপত্তা হচ্ছে— আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।
ইউক্রেনের নিরাপত্তা বলতে, তিনি রুশ সামরিক অভিযান বন্ধের কথা বলতে চেয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে বিশ্বে খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। বুধবার বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডা. আংগাউজি আকুঞ্জু-আইওয়েলা এমন তথ্য দিয়েছেন।
বিশ্বে সূর্যমুখী তেলের ৪২ শতাংশ, ভুট্টার ১৬, বার্লির ১০ এবং গমের ৯ শতাংশের সরবরাহ আসে ইউক্রেন থেকে।
ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস।
তিনি বলেন, ১১৬ কোটি মানুষ এ যুদ্ধের ক্ষতির শিকার হচ্ছেন। খাদ্যনিরাপত্তা ও জ্বালানির ওপর যুদ্ধের প্রভাব ব্যাপক, মারাত্মক। সময়ের সঙ্গে এ সংকট আরও তীব্রতর হচ্ছে।
এমআই