tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৫ অগাস্ট ২০২৩, ০৯:৪৩ এএম

জম্মু-কাশ্মিরে হামলা: ৩ ভারতীয় সেনা নিহত


4

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কুলগাম বিভাগে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩ ভারতীয় সেনা নিহত হয়েছেন।


শুক্রবার (৪ আগস্ট) ২ পক্ষের মধ্যে সম্মুখ লড়াইয়ে ঐ ৩ সেনা নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের এক কর্মকর্তা জানান, কাশ্মিরের দক্ষিণ ভাগের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে- এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়।

ঐ অভিযান চালানোর সময় জঙ্গলের ভেতর থেকে জঙ্গিরা গুলি ছোড়ে। জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।

২ পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এ সময় ৩ সেনা আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা।

কাশ্মিরের শ্রীনগরে সেনাবাহিনীর চিনার কর্পস এক টুইট বার্তায় সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অপারেশন হালেন কুলগাম। হালান বনাঞ্চলের উচু স্থানে জঙ্গিদের অবস্থানের প্রেক্ষিতে শুক্রবার অভিযান চালানো হয়।

এ সময় জঙ্গিদের সাথে গুলি বিনিময়কালে ৩ সেনা আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। অভিযান অব্যাহত আছে।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের তীব্রতা বৃদ্ধি করা হয়েছে। সূত্র: এনডিটিভি।

এন