tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৬ মে ২০২৩, ০৮:৩৯ এএম

ভারতে এক পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা


2

ভারতের মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় গুরুতর আহত হন আরও দুজন।


শুক্রবার (০৫ মে) রাজ্যের মোরেনা জেলার লেপা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র কয়েক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ওই এলাকার ধীর সিং ও গজেন্দ্র সিং পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

২০১৩ সালে বাড়ির ময়লা ফেলা নিয়ে দুই পরিবার সংঘাতে জড়ায়। ওই সময় ধীর সিংয়ের পরিবারের দুজন খুন হন। তখন গজেন্দ্র সিংয়ের পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান।

দুই পরিবারের মধ্যে বিষয়টির মীমাংসা হলে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফিরে আসে। আজ ধীর সিংয়ের পরিবার লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলার পর গুলি চালায়। নিহত ছয়জনের মধ্যে গজেন্দ্র সিং ও তার দুই ছেলেও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে পুরোনো বিরোধ ছিল। আজ যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তাদের পরিবারের কয়েকজন সদস্যকে নিহত ছয়জনের স্বজনরা হত্যা করেছিলেন বলে জানা যায়।

আজকের হত্যাকাণ্ডে জড়িত আটজনকে পুলিশ চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এন