অবরোধ স্বতঃস্ফূর্তভাবে সফল করায় অভিনন্দন ও ৬ নেতাকর্মীকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ : বুলবুল
Share on:
প্রহসনের তফসিল বাতিল, কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা, জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি ও ৬ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি ৬ষ্ঠ দফার টানা ৪৮ ঘন্টার অবরোধ সর্বাত্মকভাবে সফল করায় ঢাকা নগরবাসীর প্রতি অভিনন্দন ও ৬ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
বিবৃতিতে নূরুল ইসলাম বুলবুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত ২০১৪ ও ২০১৮ সালে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জগদ্দল পাথরের মত ক্ষমতার মসনদ দখল করেছিলো। এরই ধারাবাহিকতায় আবারো তারা একতরফা পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশের সকল বিরোধী রাজনৈতিক দলের মতামতকে অগ্রাহ্য করে আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে ফরমায়েসি তফসিল ঘোষণা করিয়েছে।
দেশের জনগণ এই একতরফার তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে।
বিবৃতিতে তিনি বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা অব্যাহতভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করে যাচ্ছি। অপরদিকে সরকার চলমান গণআন্দোলনকে দমন করতে জনগণের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। অথচ বিক্ষুব্ধ জনতা সরকারের সকল জুলুম-নির্যাতন, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলা করে স্বতঃস্ফুর্তভাবে রাজপথে নেমে এসেছে।
তারা সর্বাত্মকভাবে অবরোধ পালন করে জানিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী আন্দোলন করছে জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য। এমন পরিস্থিতিতে আজকে রাজধানীর বিভিন্ন থানায় ৬ জন জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমি এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তির শেষ রক্ষা হয়নি, আগামীতেও হবে না ইনশাআল্লাহ বরং এই ফ্যাসিস্ট সরকারকে লজ্জাজনকভাবেই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। মহানগরী আমীর টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করায় ঢাকা নগরবাসীর প্রতি অভিনন্দন ও মোবারকবাদ জানান এবং আগামী দিনে যেকোনো কর্মসূচি একইভাবে সফল ও স্বার্থক করার উদাত্ত আহবান জানান।
এমএইচ