tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৯ পিএম

বিশ্বকাপ খেলতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল


team-trave

ওয়ানডে বিশ্বকাপের আর বাকি এক সপ্তাহ। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞ।


বিশ্বকাপে অংশ নিতে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৪টার ফ্লাইটে ভারতের গুয়াহাটির উদ্দেশে রওনা দেবেন সাকিব আল হাসানরা।

গুয়াহাটিতে আগামী ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ। একই জায়গায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিব-মুশফিকদের প্রস্তুতি পর্ব।

এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালকে দলে না রাখা জন্ম দিয়েছে বিতর্কের। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে ১৫ জনের আটজনই নতুন মুখ। এবারই প্রথম বিশ্বকাপে খেলবেন তারা।

৭ অক্টাবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

বাংলাদেশের বিশ্বকাপ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

এমবি