tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৩, ২০:৩৪ পিএম

চট্টগ্রামে মাইকিং করেও বিক্রি করা যাচ্ছে না টিকেট


64

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হাতাছাড়া করলো স্বাগতিক বাংলাদেশ।তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে এখন চট্টগ্রামে অবস্থান করছে টাইগাররা। এম এ আজিজ স্টেডিয়ামে আগামী ৬ ফেব্রুয়ারি ইংলিশদের ‍মুখোমুখি হবে টাইগাররা।


কিন্তু সিরিজ হেরে যাওয়ায় শেষ ম্যাচটি নিয়ে অতিরিক্ত কোনো আগ্রহ নেই চট্টগ্রামবাসীর। এমনকি মাইকিং করেও বিক্রি করা যাচ্ছে না টিকেট।

দেশের মাটিতে খেলা মানেই দেশজুড়ে যেন সৃষ্টি হয় ভিন্ন এক আমেজ। তামিম-সাকিবদের সরাসরি দেখতে একটা টিকিট যেন হয়ে উঠে সোনার হরিণ। সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের গ্যালারি অনেকটা খালি থাকলেও দ্বিতীয় ম্যাচে ভরে উঠে স্টেডিয়াম। তবে তৃতীয় ম্যাচে ফের দর্শক সঙ্কট হবার শঙ্কা দেখা দিচ্ছে। ফাঁকা পড়ে টিকিট বুথগুলো।

দর্শক-সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়ে মাইকিং করে টিকেট কিনতে ডেকে যাচ্ছে অবিরত। কিন্তু তাতেও খুব একটা সাড়া মিলছে না।

প্রসঙ্গত, সংশ্লিষ্টরা মনে করছেন, সিরিজ হেরে যাওয়ায় দর্শকদের আগ্রহ কমে গেছে। শুধুই হারেনি, বলা যায় সেই দুটো ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছিল টাইগাররা। ফলে শেষ ম্যাচটিকে গুরুত্বহীন মনে করছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা।

এন