tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২২, ১০:২৪ এএম

আজ রংপুরে গণসমাবেশ, বিএনপি নেতাকর্মীদের স্রোত


313

আজ শনিবার (২৯অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। নানা উপায়ে ব্যাক্তিগত উদ্যোগে দলীয় নেতাকর্মীদের স্রোত এখন রংপুরমুখী। অবশ্য গণসমাবেশে যোগ দিতে বুধবার (২৬ অক্টোবর) থেকেই নেতাকর্মীদের রংপুরে আসা শুরু হয়েছে।


শুক্রবার (২৮ অক্টোবর) রাতেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হতে দেখা গেছে।  

এর একদিন আগেই সড়কে অবৈধ যানচলাচল বন্ধের দাবিতে মালিক সমিতির ডাকা ৩৬ ঘন্টার পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছে রংপুর অঞ্চলের মানুষজন। যাত্রীবাহী পরিবহন না পেয়েই আন্তঃজেলায় চলাচলে চাপ পড়েছে ট্রেনের উপর। 

শুক্রবার রাতে পার্বতীপুর থেকে আসা লালমনিরহাট গামি একটি ট্রেনে যাত্রীদের গাদাগাদি করে আসতে দেখা গেছে। 

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ রংপুরে তাদের চতুর্থ বিভাগীয় গণসমাবেশ হচ্ছে।

এন