tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৫ মার্চ ২০২২, ১৯:৪৮ পিএম

ইউক্রেনের জ্বালানি ডিপো উড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার


ডিপো

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ শুক্রবার দাবি করেছেন রাশিয়ার সেনারা ইউক্রেনের সবচেয়ে বড় জ্বালানি ডিপোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে।


রাজধানী কিয়েভের কাছে অবস্থিত কালইয়ানকোভা ডিপোতে এ হামলা চালানো হয়। এই ডিপোর জ্বালানি ব্যবহার করত ইউক্রেনের সেনাবাহিনী।

জ্বালানি ডিপো উড়িয়ে দেওয়ার ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, ২৪ মার্চ সমুদ্র থেকে কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র কালইয়ানকোভা ফুয়েল ডিপোতে আঘাত করে।

তিনি আরও বলেন, ইউক্রেনে যে কটি জ্বালানির ডিপো এখনো অবশিষ্ট আছে, তার মধ্যে এটি সবচেয়ে বড় ছিল। এই ডিপো থেকে ইউক্রেনের কেন্দ্রীয় অংশে থাকা সেনাদের ফুয়েল সরবরাহ করা হত। রাশিয়ার করা হামলায় ডিপোটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে রাশিয়ার এ দাবি সত্যতা নিশ্চিত করা যায়নি। রাশিয়ার এ দাবি যদি সত্যি হয় তাহলে এটি ইউক্রেনের জন্য বড় ধরনের ধাক্কা হবে। কারণ রাজধানী কিয়েভের কাছে অবস্থান করা সেনারাই রাজধানীকে এখনো অক্ষত রেখেছেন।

যদি তারা জ্বালানির সংকেট পড়ে যায় তাহলে রুশদের আক্রমণ প্রতিহত করার বিষয়টি কঠিন হয়ে যাবে। সূত্র: সিএনএন

এমআই