tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৮ পিএম

দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠন সম্প্রসারণ করতে হবে : মুজিবুর রহমান


অধ্যাপক-মুজিবর-রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছন, “দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনের কাজকে সম্প্রসারণ করতে হবে।


দাওয়াতি কাজ আমরা যত বেশি করতে পারব সংগঠন তত বেশি সম্প্রসারিত হবে।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বগুড়া পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে জেলা আমীর অধ্যাপক নাজিমউদ্দীনের সভাপতিত্বে ভার্চুয়ালি সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির অর্জন করা অতি সহজ। সংগঠন সম্প্রসারণ করতে হলে দাওয়াতি কাজের প্রতি সকল জনশক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে। এলাকায় টার্গেট ভিত্তিক মসজিদগুলোতে আমরা কোরআন শিক্ষার কেন্দ্র গড়ে তুলতে পারি। আমরা নিজে কোরআন শিখব এবং অন্যকে কোরআন শেখাব। সারা বিশ্বে ইসলাম কায়েম করতে হলে নিজের ঘরে আগে ইসলামের প্রবেশ ঘটাতে হবে। সংগঠনের কাজকে সম্প্রসারণ করার জন্য জান-মালকে কোরবানি করতে হবে। এই কাজটা আমাদের সকল জনশক্তি ধারাবাহিক করে আসছে।

তিনি আরও বলেন, আমাদের সমাজব্যবস্থাকে পরিবর্তন করতে হলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। সামাজিক কাজ বেশি বেশি করতে হবে। সামাজিক কাজ আমরা যত বেশি করব সংগঠন তত বেশি মজবুত ও সম্প্রসারিত হবে। সহযোগী সদস্যদেরকে মানোন্নয়ন করে ধারাবাহিকভাবে কর্মী ও রুকন মানে উন্নীত হতে হবে। পরিবারের সকল সদস্য ও আত্মীয়-স্বজনকে সংগঠনভূক্ত করার আপ্রাণ চেষ্টা করতে হবে। আমাদেরকে আখিরাতমুখী জীবন-যাপন করতে হবে। জামায়াতে নামাজ আদায় করতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। বেশি বেশি সালামের প্রচলন ঘটাতে হবে। ঋণমুক্ত জীবন-যাপন করতে হবে। সর্বোপরি তিনি মহান রবের সাহায্য কামনায় রাতের ইবাদতে মনোযোগী হওয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, আজকের সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে বক্তব্য প্রদান করেছেন আমরা সেই বক্তব্যকে কাজে লাগিয়ে সংগঠনের কাজ সম্প্রসারণ এবং মজবুত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায়। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া পূর্ব জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, পশ্চিমের জেলা আমীর মাওলানা আব্দুল হক প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি//এমএইচ